রেডটাইমস ডেস্ক:
প্রগতিশীল ছাত্র আন্দোলনের এক সময়ের পুরোধা,
৭১ এর জাতীয় বীর মুক্তিযোদ্ধা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা সিপিবির প্রাক্তন সভাপতি, ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব কান্তি ধরের পরলোক গমনে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইনেন্স ডিরেক্টর শাহ শাফি কাদির ও পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম সহ ইউকে বিডি টিভির পরিবারের পক্ষ থেকে গভীর শোক, শ্রদ্ধা এবং শোকাহত পরিবার ও শোকসন্তপ্ত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৌলভীবাজার জেলায় রাজনীতি, সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে অন্যতম প্রেরণার বাতিঘর শ্রদ্ধেয় অপূর্ব দাদা একজন মানবিক ,বিনয়ী, সৎ, আদর্শবান এবং অমায়িক ভালো মনের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার জেলার অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোকবার্তায় অভিমত ব্যাক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন