৩১শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২
সাদিয়া নাজিব
বুকের ভিতর হাত দিয়ে দেখো
কি দারুণ আছি!!
বসে আছি তোমার গুপ্ত কুঠুরির গোপন সিন্দুকে।
আমাকে নয়নে হারাও যতই
ততই প্রকাশিত আছি
তোমার অন্দরে।
লুপ্ত হয়নি আজো সেই উপাখ্যান
ফিঁকে হয়নি একটি ও অক্ষর
গচ্ছিত সবই আগেরই মতোন
প্রেমের সুবাসিত কন্দরে।
পাতার যে মর্মর
ধ্বনিত হয় ঘাসে,মৃত্তিকায় দীর্ঘশ্বাসে
সে করুণ বেদনা আমাদের নয়
আমরা মিশেছি প্রেমময় ফেণিলে
সুর্যস্নানে মেতে।
তোমার প্রাত্যহিকে যাপিত না হয়ে
তবু ও কেমন জাগ্রত আছি
বুকের অন্দরে গহীনে!
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com