ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


বুবুর বাঁশিটা

redtimes.com,bd
প্রকাশিত জুন ২৪, ২০২৩, ০২:২৫ অপরাহ্ণ
বুবুর বাঁশিটা

 

আসাদ মান্নান
অন্ধকারে সহায় সম্বলহীন স্বজন হারানো
দুঃখিনীকে তাঁর মতো এত আলো এত ভালোবাসা
বলো, কে দিয়েছে আর?এর আগে কাউকে দেখিনি।
শ্রেণী- গোত্র-ধর্ম – জাত সকল কিছুর ঊর্ধ্বে উঠে
সবাইকে জড়িয়ে বুকে তাঁর এই দীর্ঘ পথ চলা
কুসুমে আস্তীর্ণ নয়,বরাবরই কন্টকে আকীর্ণ;
মৃত্য ভয় জয় করে তিনি আজ জ্যান্ত ইতিহাস :
ঝড়াক্রান্ত স্বপ্নদ্বীপে কুয়াশায় তিনি বাতিঘর।
জঙ্গী আর জানোয়ার অশান্তির আগুন নাচাতে
বিষাক্ত সাপের মতো বিচিত্র বুলির ঝাঁপি খুলে
বসে আছে মহল্লায়, কখনো বা মিডিয়াপাড়ায় ;
ওদের থামাতে যেন বাঙালির বুবুর বাঁশিটা
প্রজন্মের হাতে হাতে বেজে ওঠে শান্তি সমাবেশে–
অদম্য আলোর সুরে ঢেউ জাগে মানব সাগরে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031