‘বেডরুমের খবর জানার অধিকার কারো নেই’

প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৫

‘বেডরুমের খবর জানার অধিকার কারো নেই’

বিবিসির সেরা ১০০ জন নারীর তালিকায় রয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ২০১০ সালে তিনি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। বিয়ের পর মাঝে মধ্যেই তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়।

সম্প্রতি তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার বেডরুমে কী হয়, সে বিষয়ে জানার কিংবা প্রশ্ন করার অধিকার কারো নেই।
টেনিস তারকা সানিয়া মির্জা বলেন, ‘যখন আপনি একজন তরুণী, তখন আপনাকে অনেক লড়াই করতে হবে। ভারতে এ বিষয়ে আপনার কিছুই করার থাকবে না। পৃথিবীর অন্য কোনো অংশেও এ বিষয়ে আপনার কিছুই করার থাকবে না। এগুলো আপনাকে সহ্য করতে হবে। লড়াই করে টিকে থাকতে হবে। আসলে পুরুষের দুনিয়ায় মেয়ে হওয়াটাই যন্ত্রণার!’

‘কবে মা হচ্ছেন?’ কিংবা ‘কবে বেবি নিচ্ছেন?’ বিয়ে হওয়ার পর থেকে হরহামেশাই এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হয় সানিয়া মির্জাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘কাউকে এ প্রশ্ন করাটা আমার মতে খুবই অসম্মানজনক। আমি একজন পাবলিক ফিগার। তাই বলে আমার বেডরুমে কী হয় সে বিষয়ে প্রশ্ন করার কিংবা জানার অধিকার কারো নেই।’-বিসিবি

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2023
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031