টয়লেটে সন্দেহজনক বোমা থাকার প্রেক্ষাপটে এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমান কেনিয়ার উপকূলীয় শহর মমবাসায় জরুরি অবতরণ করেছে। বোয়িং ৭৭৭ ফ্লাইট ৪৬৩ বিমানটি মৌরিশাস থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের শার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। বিমানটিতে ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিল। তাদের সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হচ্ছে। বোমা সদৃশ বস্তুটির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কেনিয়ার একজন পুলিশ কর্মকর্তা আজ একথা জানিয়েছেন। খবর এপির
চার্লস ওয়িনো নামে কেনিয়া পুলিশের ওই মুখপাত্র জানান, এয়ার ফ্রান্সের বিমানটি মৌরিশাস থেকে স্থানীয় সময় গতরাত ৯টায় উড্ডয়ন করে। বিমানটির ভেতরে সন্দেহভাজন বোমা সদৃশ একটি বস্তু পাওয়ার পর এর পাইলটরা কেনিয়ার ওই বিমানবন্দনে বিমানটিকে জরুরি অবতরণ করানোর অনুরোধ করেন। কর্তৃপক্ষের সম্মতির প্রেক্ষিতে এটি আজ বেলা ১২টা ৩৭ মিনিটে জরুরি অবতরণ করে।
তিনি অারো জানান, বিমানটির সব আরোহীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ও বোমা সদৃশ বস্তুটিকে বের করে অানা হয়েছে। বোমা বিশেষজ্ঞরা সেটি বিশ্লেষণ করে দেখছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com