৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৬
এসবিএন ডেস্ক: ঢাকা জেলার সাভারের বাজার রোড এলাকায় মিঠুন চক্রবর্তী (২৯) নামের এক ডাল ব্যবসায়ীর ছেলেকে গুলি করে ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মিঠুন চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।
পলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সাভার বাজারের ডাল ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তী ও শুভ চক্রবর্তী বাজার রোডের একটি বেসরকারী ব্যাংকের শাখা থেকে ২৮ লাখ টাকা তুলে রিকশায় করে তাঁদের প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ ডালঘরে ফিরছিলেন।
পথিমধ্যে সাভার সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে, আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা মিঠুন চক্রবর্তীর গলায় গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলযোগে করে তারা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই গুলিবিদ্ধ মিঠুনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিবিদ্ধ মিঠুন চক্রবর্তীর অবস্থা আশঙ্কাজনক।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গুলি করে ছিনতাইয়ের পর টাকা উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com