ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ

redtimes.com,bd
প্রকাশিত জুন ১৫, ২০২৩, ০৭:০৮ অপরাহ্ণ
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ

উৎফল বড়ুয়া, সিলেট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাথে
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চল’র নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ১৪ জুন সিলেট মহানগরীর রোজভিউ হোটেলে অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আস্থাভাজন বাংলাদেশী বৌদ্ধদের অহংকার ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রাষ্ট্রীয় কাজে সিলেট আগমনে স্বাগত জানাতে হোটেলের কনফার্মেশন হলে সমবেত হন বৌদ্ধদের প্রাচীনতম মানবিক সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর নেতৃবৃন্দ। সৌজন্য স্বাক্ষাতে উপস্থিত ছিলেন বাবৌযুপ সিলেট অঞ্চল’র উপদেষ্টা অধ্যাপক বরণ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রমুখ নেতুবৃন্দ।

স্বাক্ষাৎ কালে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশী বৌদ্ধদের প্রাচীনতম সংগঠন বৌদ্ধ যুব পরিষদকে বাংলাদেশের স্বধীনতা উত্তর স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতৃক স্বীকৃতির মাধ্যমে বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘ (WFBY) এর আঞ্চলিক কেন্দ্রের স্বীকৃতি লাভ করেন।

তিনি আরো বলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল ২০১৭ সালে প্রতিষ্ঠা এবং দেশব্যাপী ২২ টি অঞ্চলিক কমিটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে চলেছেন। বর্তমান সরকার তাহা অবগত আছে।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দুটি পাতা, একটি কুঁড়ির সম্প্রীতির পুণ্যভূমি সিলেটে প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট অঞ্চলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা ও জাতিধর্ম নির্বিশেষে মানবিক কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031