২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৫
এসবিএন ডেস্ক:
চট্টগ্রামের সন্ত্রাস দমন আইনের দুই মামলায় জামিনের পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন ঢাকার দুই আইনজীবী। মঙ্গলবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানান ডেপুটি জেলার জাহেদুল ইসলাম। মুক্তি পাওয়া হাসানুজ্জামান লিটন সুপ্রিম কোর্ট ও মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টের আইনজীবী।
হাটহাজারী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দুই আইনজীবীকে সোমবার জামিন দেন চট্টগ্রামের অবকাশকালীন জজের দায়িত্বে থাকা চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম।
এর আগে রোববার বাঁশখালি থানার আরেকটি মামলায় জামিন পান তারা।
ডেপুটি জেলার জাহেদুল বলেন, “দুটি মামলার জামিনের কাগজপত্র কারাগারে আসার পর সকাল সাড়ে ১০টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।”
জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে এক কোটি আট লাখ টাকা অর্থায়নের অভিযোগে গত ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানার সঙ্গে আইনজীবী লিটন ও বাপনকে গ্রেপ্তার করে র্যাব-৭।
পরে তাদের বাঁশখালী ও হাটহাজারী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com