২০শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫
এসবিএন ডেস্ক:
চলতি বছরের আগস্ট থেকে অক্টোবরে ব্রিটেনে মোট ১৭ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। সেই সুবাদে দেশটিতে বেকারত্বের হার গত এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো সর্বনিম্নে পৌঁছেছে। গত বুধবার অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসে (ওএনএস) এ তথ্য উঠে আসে। খবর এএফপি।
চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে ব্রিটেনে বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। ওএনএসের তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০০৬ সালের পর থেকে এ হার সর্বনিম্ন। এর আগে ২০০৮ সালের মাঝামাঝি সময়ে বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমে আসে। উল্লেখ্য, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে এ হার নেমে আসে ৫ দশমিক ৩ শতাংশে। এই তিন মাসে ব্রিটেনে বেকারদের সংখ্যা কমেছে ১ লাখের বেশি। এ সময় কর্মী সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে, যা ১৯৭১ সালের পর সর্বোচ্চ।
তবে কর্মসংস্থান বাড়লেও এসময়ে গড় মজুরি প্রবৃদ্ধি শূন্য দশমিক ৬ শতাংশ কমে ২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। আর বোনাস পেমেন্ট বাদ দিলে মজুরি প্রবৃদ্ধি শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে ২ শতাংশে দাঁড়িয়েছে। অবশ্য মজুরি না বাড়লেও দ্রব্যমূল্য স্থিতিশীল থাকায় ব্রিটেনে ভোক্তাদের ক্রয়ক্ষমতা বেড়েছে বলে জানানো হয়।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
ᴍᴅ. ꜱʜᴀꜰɪqᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴢᴀᴅ ᴋʜᴀɴ
Contact: 01712805804
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com