ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আসন্ন মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস পালন উপলক্ষে এক সমন্বয় সভায় এ তথ্য জানান ডিএমপিপ্রধান।
এই কর্মসূচি উপলক্ষে যার যার অবস্থান থেকে জাতীয় স্বার্থে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও সমন্বিত নিরাপত্তা দিতে সবাইকে আহ্বান জানান কমিশনার।
আসন্ন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে ২৫ মার্চ কালরাতের প্রথম প্রহরে গণহত্যাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে সারা দেশ ১ মিনিট অন্ধকারাচ্ছন্ন রাখা হবে।
রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত সারা দেশে ১ মিনিট অন্ধকারাচ্ছন্ন করে রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এদিন জাতীয় গ্রিডের লাইন বন্ধ না করে যার যার অবস্থান থেকে নিজেদের নিয়ন্ত্রিত ইলেকট্রিক সুইচ ১ মিনিট বন্ধ করে অন্ধকারাচ্ছন্ন রেখে গণহত্যার শহীদদের প্রতি সম্মান জানাতে অনুরোধ জানানো হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com