মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুবাই ফেরত এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।স্থানীয় সুত্রে জানাজায় আজ রাত আনুমানিক সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটেছে ।
মর্মান্তিকভাবে নিহত দুবাই প্রবাসীর নাম বাবলু আহমদ (৩৫)। তিনি গল্লাসাঙ্গন গ্রামের শুহাব উদ্দিনের পুত্র। তিনি ছয় মাসের ছুটিতে প্রবাস থেকে দেশে এসেছিলেন।জানা যায়, আজ সন্ধ্যা ৮টায় ছাতুরপার নয়া বাজার নিজ পোল্ট্রিফার্মে মুরোগের খাবার দিতে গিয়ে ঘরে প্রবেশকালে বৈদ্যুতিক তারে শক খেয়ে পাশের পরিত্যাক্ত জমির পানিতে পড়ে গিয়ে জ্ঞান হারান, আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সংবাদটি শেয়ার করুন