১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২২
মোস্তফা মোহাম্মদ
তুমি তো খোঁজই রাখো না কিশোরী,
বয়সী বটের ছায়ে বসে থাকে ক্লান্ত দুপুর,
তোমার বুকের বুনোহাঁস উড়ে যায়, বিলোরী বাতাসে আমের মুকুল;
তোমার চুলে আর ঠোঁটে, বকুলের গন্ধ পরাজিত আজ
পরামানিকের পুকুর,
নেচে ওঠে তোমার ভরাট বুক, বরষায় হাওরের ঢেউ;
এই তো সেদিন দেখেও দেখোনি কেন?
বাংলা একাডেমির চত্তর জুড়ে ফুটেছিলো ফুল,
সোনালু-বকুল;
আমি পায়ে হেঁটে তোমাকে দেখেছি ঘাঁসের উপর,
নরোম পাখায় উড়ে গেলো দিগন্তের নীল,
কেঁদেছিলো সোহরাওয়ার্দী উদ্যান;
এখনো আছে তো সময়, ঝরিয়া পড়িবার আগে,
আসো তবে লিখে যাই তোমার নাম,
সুন্দাদেবীর সাথে নরসুন্দার জলে, বিরহী নদ্যার ঠাকুর;
তুমি চাইলেই দাঁড়ায়ে যেতে পারি ঘোড়াউত্রার পাড়,
বিশল্যকরণী হার, নারী আর নর,
মিলিয়া কহিবে কথা তোমার কাছের স্বজন;
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com