১৭ই এপ্রিল ২০২১ ইং | ৪ঠা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষার ফল ফাঁসে দুই শিক্ষকসহ ছয়জন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে । জেলা প্রশাসনের তদন্ত দল অনুসন্ধান করে এটা পেয়েছে ।
২৫ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন ও সহকারী শিক্ষক (গণিত) আনিছ ফারুকের ফল ফাঁসে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। স্কুলের উচ্চমান সহকারী মো. ফারুক আহমেদ ও কম্পিউটার অপারেটর রিদুয়ানুল হককেও এ জন্য দায়ী করা হয়েছে। এছাড়া ‘বাবলা স্যার কোচিং সেন্টারের’ পরিচালক বাবলা দে ও ‘মামুন কোচিং সেন্টারের’ পরিচালক মামুনেরও এতে জড়িত থাকার বিষয়টি তদন্তে উঠে এসেছে।
ইতিমধ্যে এ ঘটনায় কম্পিউটার অপারেটর রিদুয়ানুলকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা করেছে জেলা প্রশাসন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই স্কুলে ফল প্রক্রিয়াকরণের পর জেলা প্রশাসকের স্বাক্ষরের জন্য কেন্দ্র থেকে নিয়ে আসা হয়। পরে কেন্দ্রের কম্পিউটারে সংরক্ষিত ফলের সফট কপি ফের প্রিন্ট করে শিক্ষক-কর্মচারী ও কিছু অভিভাবকের সহায়তায় বাবলা স্যার কোচিং সেন্টাররে পরিচালক বাবলাকে সরবরাহ করা হয়।
এছাড়া মামুন কোচিং সেন্টারের পরিচালক মামুনের সহায়তায় বাবলা ভর্তি পরীক্ষার বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
২১ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় সরকারিভাবে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। কিন্তু এর আগেই ফল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ ঘটনার তদন্তে মাঠে নামে জেলা প্রশাসন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766