১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৬
এসবিএন: ভাগ্যরেখা
প্রকাণ্ড প্রেম প্রতঙ্গে পুড়ছে প্রাণ,
গহীনে অতল জলে বিদ্রোহীর স্বপ্ন সোপান।
কোমল আঙুলের ফাঁকে বসন্ত খেলা করে,
তোমার ঘামে প্লাবিত হতে চায় হাতের তালু;
ভালবাসায় ধ্বংস যজ্ঞ আনো,
নোনতা ঘামে বদলে দাও আমার সব ভাগ্যরেখা!
মনের একপ্রান্ত আগলে আছে দুষ্প্রাপ্য কোহিনূর,
অতীতের জলছবিতে ভেসে উঠছে অবহেলিত রাতদুপুর,
জীর্ণ জানালা ভেদকারী হাওয়ায় কেবলি বিরহী সুর।
ভেতরের আমন্ত্রণ অস্বীকার করে বাহিরের আবরণ,
ব্যক্তিত্বের খামখেয়ালী প্রতিযোগিতায় ভালবাসা পড়ে থাকে নিষ্প্রাণ,
তুমি চাইলেই এক খন্ড দুঃখ, একটুকরো শুভ্র মেঘ করে দিতাম,
সমুদ্র স্নানে সাজাতাম প্রাত্যহিক ভালবাসার প্রতিটি গদ্য।
তবে আর দ্বিধা কেন প্রিয়তমা?
প্রণয় আগুনে দগ্ধ করো আমায়,
তোমার কাঁপাস তুলার মত হাতের তালুতে
বন্ধ কর আমার ভবঘুরে জীবনের সব গলি;
এই নাগরিক জীবনে প্রতিটি দিগন্তে এখন শুধু তোমাকেই চাই,
ভালবাসায় মিলে যাক আজ আমাদের সব ভাগ্যরেখা।
ছবিঃ রঙতুলির কবি জাহেদুর রহমান রবিন
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com