২৫শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৬
এসবিএন নিউজ: ডাকাতির জিনিসপত্র ও টাকা-পয়সা ভাগ ভাটোয়ারা নিয়ে ডাকাত দলের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ডাকাত সদস্যদের ৩ জনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। নিজেদের মধ্যে সংঘর্ষে গুরুত্বর আহত বাবুরাগাও এর কছির মিয়ার ছেলে ডাকাত ফয়জুল হক (২০) ও একই গ্রামের বুরহান উদ্দিনের ছেলে আখতার হোসেন (২২)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ১লা ফেব্রুয়ারী সোমবার ভোররাতে শহরতলীর জালালাবাদ থানার শিবেরবাজারে ডাকাত সদস্যদের মধ্যে টাকা-পয়সা ভাগ ভাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ২ ডাকাতকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত যখম করে অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে এই ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করে জালালাবাদ থানার পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাটখোলা, জালালাবাদ এলাকার বিভিন্ন স্থানে ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটে আসছে।
কিন্তু ধরা ছোয়ার বাহিরে থাকায় ডাকাত সদস্যরা আরো তৎপর হয়ে উঠেছে। আটককৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদ করা হলে এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করেন এলাকাবাসী।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766