রনি অধিকারী
শিশিরে ভিজেছে বোধ নিরুত্তাপ জল
আবেগে জেগেছে চর বুকেতে অনল।
পাপ-তাপ মুছে যাক মিথ্যের মোড়ক
বোধের পাপড়িগুলো পুড়–ক কোরক।
আমূল বদলে নিয়ে জীবন-যাপন
আকাঙক্ষার সিঁড়ি পথে ভাঙন-দহন।
আকাঙক্ষার জলশয্যা
অবিনাশী কিংবদন্তি নিদ্রা মাখা চোখে
গেঁথে আছে ক্রমাগত অবহেলা শোকে।
চোখের সে পাতা জুড়ে জল জমে থাকে
অন্ধকার বৃষ্টিময় জীবনের বাঁকে।
শেষাবধি জলমগ্ন শিথিলতা প্রায়
আকাঙক্ষার জলশয্যা একান্ত সহায়।
অনাবিল সেই সব দিনগুলি কাঁদে
অহর্নিশ জেগে থাকি এক স্বপ্ন স্বাদে।
সংবাদটি শেয়ার করুন