৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৬
এসবিএন ক্রীড়া ডেস্কঃ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার। এরপর আরাফাত সানী ও তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার ধাক্কা সামলিয়ে মাঠে নেমে অস্ট্রেলিয়ার কাছে হার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ২ ম্যাচে হেরে বাংলাদেশ রীতিমতো ব্যাকফুটে। সেমিফাইনালে যাওয়ার নিভু নিভু সম্ভাবনাকে জাগিয়ে তুলতে আজ ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।
বেঙ্গালুরের চিন্নাস্বামী স্টেডিয়ামের বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা, বিটিভি ও স্টার স্পোর্টস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরি কাটিয়ে ফিরেছেন কাটার বয় মুস্তাফিজুর রহামন। ওই ম্যাচে পেটের পীড়ায় ভোগা তামিম ইকবালও আজ দলে ফিরবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তারপরও ভারতের বিপক্ষের এই ম্যাচে দলে আজ ১টি বা ২টি পরিবর্তন আসতে পারে।
তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাব্বির রহমান
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. নাসির হোসেন
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. আল-আমিন হোসেন
১০. মুস্তাফিজুর রহমান
১১. সাকলাইন সজীব।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766