চিনের নজরে এবার ভারত৷ সীমান্ত পেরিয়ে এবার ভারতের সাইবার দুনিয়ায় হামলার ছক কষছে চিনের অ্যাডভান্সড পারসিসটেন্ট থ্রেট গ্রুপ(APT)৷ যা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বেশ ভয়ের কারণ হয়ে উঠতে পারে৷ মঙ্গলবার সাইবার সিকিউরিটি কোম্পানি ফায়ারআই এমনই একটি আশঙ্কার কথা প্রকাশ করল৷
এপিটি গ্রুপ সারা বিশ্বেই সাইবার দুনিয়ার কাছে আতঙ্কের কারণ৷ এবার সেই চিনা হ্যাকারদের নজরে রয়েছে ভারত এবং পাকিস্তান৷ এই প্রসঙ্গে ফায়ারআইয়ের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, চিনা হ্যাকাররা হ্যাকিংয়ের মাধ্যমে সমস্ত তথ্য সংগ্রহ করে নিতে পারে৷ তাই ভারতের মত দেশে এই ধরণের হামলা যথেষ্ট চিন্তার বিষয়৷ সেই কারণে আগেভাগেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাইবার সিকিউরিটি টিমকে এই বিষয়ে সজাগ থাকার নির্দেশ দিলেন তিনি৷
এই প্রসঙ্গে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টিও টেনে আনেন৷ যেখানে রাশিয়ার হ্যাকার গ্রুপ যেভাবে সমস্ত তথ্য হ্যাক করে নিয়েছিল৷ সেই ধরণের পরিস্থিতি যাতে ভারতের সঙ্গে না হয় সেই কারণেই সচেতন থাকার নির্দেশ দিলেন তিনি৷ কারণ ভারতে এমন কিছু গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে যেগুলি একেবারেই সুরক্ষিত নয়৷ তাই চিনা হ্যাকারদের কবলে পরলে ভারতের পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ফায়ারআইয়ের এক উচ্চপদস্থ আধিকারিক শ্রীকান্ত শীতলে৷
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com