২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসবিএন: এলাকায় কোনো উৎসব-অনুষ্ঠান নেই, এই যুক্তি দেখিয়ে নিজের মেয়ের বিয়ে উপলক্ষে দু’দিন স্কুল ছুটি ঘোষণা করেছেন সালেমের একটি সরকারী স্কুলের প্রধান শিক্ষিকা।
এ ব্যাপারে অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।
সরকারী কর্তারা জানিয়েছেন, চেন্নাইয়ে মেয়ের বিয়ে। তাই স্থানীয় কোনো উৎসব নেই, এই কারণ দেখিয়ে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারী পুক্কুমপট্টির ওই স্কুল বন্ধ রাখেন প্রধান শিক্ষিকা তামিলসেলভি।
স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৩০০ জন এবং শিক্ষক ৯ জন। জেলা শিক্ষা অফিসারের কাছে পেশ করা অভিযোগে ছাত্র-ছাত্রীর অভিভাবকরা জানিয়েছেন, ওই দু’দিন তাঁদের গ্রামে কোন অনুষ্ঠান বা উৎসব ছিল না। শুধু প্রধান শিক্ষিকার মেয়ের বিয়ে বলে স্কুল বন্ধ রাখা হয়েছিল।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। ইতোমধ্যে শিক্ষা সংক্রান্ত জেলা অফিসার সহকারী শিক্ষা অফিসারকে অভিযোগ সম্পর্কে তদন্ত করে একটি রিপোর্ট দিতে বলেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com