২২শে জানুয়ারি ২০২১ ইং | ৮ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৬
এসবিএন ডেস্ক: বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘উভয় দেশের নেতাদের ঐক্যমতে সিদ্ধান্তগুলো বাস্তবায়নই হবে আমার প্রথম কাজ’। ভারত-বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পালনে আজ দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছেন শ্রিংলা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের নানা লক্ষ্যের কথা জানান তিনি।
এর আগে ব্যাংককে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হলেন।
ব্যাংককে হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ডেস্কে কর্মরত ছিলেন।
হর্ষ বর্ধন শ্রিংলার কূটনৈতিক ক্যারিয়ার ত্রিশ বছরের। নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাড়াও তিনি প্যারিস, হ্যানয় ও তেলআবিবে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত ছিলেন। এছাড়া জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766