ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


ভালবাসি ভালবাসি

redtimes.com,bd
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২, ০১:০৯ অপরাহ্ণ
ভালবাসি ভালবাসি

জেসমীন নূর প্রিয়াংকা

অটল চোখে চেয়ে থাকি
ভালবাসি ভালবাসি।
কোঁকড়া চুলের ভাঁজে ভাঁজে
ভালবাসি ভালবাসি।

মেঘলা আকাশ ঘোলা নদী
জলতরঙ্গ ভালবাসি ।
স্বাধীনতার মুক্ত স্বদেশ
হৃদয় থেকে ভালোবাসি ।

নাকের ডগায় চিকন শিশির
অনুভবে ভালবাসি ।
চিবুক কোনে হাল্কা ছোঁয়া
অজান্তে ভালবাসি ।

বুকের মাঝে ঠোঁটের ছোঁয়া
শিহরণে ভালবাসি ।
তর্জনী ঐ ঘোড়ার লাগাম
বজ্র কন্ঠে ভালবাসি ।

বাহুর সাথে বাহুর খেলা
সময় নিয়ে ভালবাসি ।
রাঙা মাটির পরশ পাথর
স্বপ্ন দেখে ভালবাসি।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930