১৬ই মে ২০২২ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
জেসমীন নূর প্রিয়াংকা
অটল চোখে চেয়ে থাকি
ভালবাসি ভালবাসি।
কোঁকড়া চুলের ভাঁজে ভাঁজে
ভালবাসি ভালবাসি।
মেঘলা আকাশ ঘোলা নদী
জলতরঙ্গ ভালবাসি ।
স্বাধীনতার মুক্ত স্বদেশ
হৃদয় থেকে ভালোবাসি ।
নাকের ডগায় চিকন শিশির
অনুভবে ভালবাসি ।
চিবুক কোনে হাল্কা ছোঁয়া
অজান্তে ভালবাসি ।
বুকের মাঝে ঠোঁটের ছোঁয়া
শিহরণে ভালবাসি ।
তর্জনী ঐ ঘোড়ার লাগাম
বজ্র কন্ঠে ভালবাসি ।
বাহুর সাথে বাহুর খেলা
সময় নিয়ে ভালবাসি ।
রাঙা মাটির পরশ পাথর
স্বপ্ন দেখে ভালবাসি।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
ᴍᴅ. ꜱʜᴀꜰɪqᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴢᴀᴅ ᴋʜᴀɴ
Contact: 01712805804
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com