১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২
বিনয় কুমার দে
আমার জীবনখাতার স্বচ্ছ পাতায়
যেদিন তুমি লিখলে
ভালোবাসার পত্রখানি;
সেদিন থেকে পাতাগুলো আর পাতা থাকলো না –
হয়ে উঠলো
নির্ঘুম রাতের দেয়ালিকা।
জানতে ইচ্ছে করে, এ কলম কোথায় পেলে
আর এর কালি কী দিয়ে তৈরি।
তুমি শব্দের জাদুকর
প্রতিটি বর্ণ শব্দ বাক্য মর্মস্পর্শী;
দেহ- মন বিমোহিত করে,
অনাবিল সুখ-দুঃখ আবেশে-
ভেসে বেড়াই জল স্থল অন্তরীক্ষে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com