৬ই মার্চ ২০২১ ইং | ২১শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১
জন্মদিনে বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আপনজনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক নাঈমুল ইসলাম খান । বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের অর্থনীতির অফিসে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নির্বাহী সভাপতি সৌমিত্র দেব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাশিদুল হাসান বুলবুল, কামাল হোসেন ,শরীফুল ইসলাম খান, আনহার সামসাদ, দেলোয়ার হোসেন প্রমুখ ।
নাঈমুল ইসলাম খানের জন্ম: ২১ জানুয়ারি ১৯৫৮ । তিনি বাংলাদেশের একজন সংবাদ ব্যক্তিত্ব। ১৯৮২ সাল থেকে সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন। বর্তমানে বাংলা ভাষার দৈনিক আমাদের নতুন সময় এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক। তিনি ১৯৯০ সালে শুরু হওয়া দৈনিক আজকের কাগজকে আধুনিক পদ্ধতিতে উপস্থাপনা প্রকাশের জন্যে পরিচিত হয়েছেন। ২০০৩ সালে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এছাড়া ২০০৭ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনের টকশোতে কথা বলেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766