২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০
জেসমীন নূর প্রিয়াংকা
ভালোবাসা ভালোবাসা চারদিকে রব ,
হৃদয় পাতায় আঁকি – তোমার সে সব।
পূজা করে যাব আমি – নিত্য নিরবধি
সাধকের মত রেখে – সাধনায় বাধি।
ভালোবাসা তুমি রবে – হৃদয় মন্দিরে ,
প্রেমের পুস্পে পুজিব – জাগ্রত দেবেরে।
বাহিরে মানব তুমি – ভেতরে পুজিত ,
সৃষ্টির পবিত্র রূপ – স্রষ্টার দুহিত।
ভালোবাসা হয়ে এলে – আমার অন্তরে,
বিমোহিত হয়ে আছি – অদ্ভুত মন্তরে ।
এখন বেহাল আমি – ভালোবাসা অন্ধ,
চলার সকল পথ – হয়ে গেছে বন্ধ।
প্রেম জালে বাঁধা পড়ে – এই শুধু ভাবি,
যার আছে ভালোবাসা – সেই বুঝি কবি।
ভালোবেসে তুমি দেব আর আমি দেবী
আমরা দুজন নই একটু হিসেবী ।
উত্তরা
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766