সাবিনা ইয়াসমিন
ভালোবেসে কি পেয়েছি, কিছুই পাইনি,
কান্না ছাড়া, তীব্র কষ্ট।
কিসের কষ্ট? প্রশ্ন থেকে যায়
যদি কিছুই না পাই, কিসের টানে,
বার বার এমন মন ছুটে যায়,
মন ছুটে যায় তোমা পানে।
পেয়েছি অনেক কিছু
তীব্র আকর্ষন
মন তাই সারাক্ষণ
ছায়া হয়ে থাকে তোমার পিছু।
সংবাদটি শেয়ার করুন