৯ই মার্চ ২০২১ ইং | ২৪শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ভাষা দিবস উপলক্ষে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান। চ্যম্পিয়ান ও অন্যান্য বিজয়ী দাবারুদের মাঝে গতকাল শুক্রবার সকালে পুরস্কার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি আব্দুল হামিদ চৌধুরী রিপন। সাধারণ সম্পাদক আবু নাসির চৌধুরী রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, শিক্ষাবিদ শাহাব উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মেম্বার নজমূল হক, সাজন আহমদ প্রমুখ।
দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন সিলেটের সাইফুল ইসলাম। রানারআপ হন সুনামগঞ্জের মাহফুজ আহমদ। এছাড়াও আরো ৪ জন দাবারুকে পুরস্কৃত করা হয়। খেলায় ২৮ জন স্থানীয় ও জাতীয় খেলোয়ার অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নূরুল ইসলাম, ওসি ডিবি মৌলভীবাজার নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু হোসেন মো. রওনক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন আব্দুল জলিল।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766