২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে একদল মুসল্লি। বিক্ষোভরত মুসল্লিরা ভাস্কর্যবিরোধী স্লোগান দিতে থাকে। মিছিলটি নিয়ে তারা পল্টন মোড় পর্যন্ত পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, বিক্ষোভ মিছিল করার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাদের অনুমতি দেয়নি।
এ ব্যাপারে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘মিছিলটি ছত্রভঙ্গ করে দিলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
সহকারী পুলিশ কমিশনার বলেন, ‘নামাজ শেষে তারা যখন বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করছিল তখন তাদের পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়। কিন্তু তারা আমাদের কথা না শুনে মিছিলটি নিয়ে পল্টন মোড় পর্যন্ত চলে যায় এবং ভাস্কর্যবিরোধী স্লোগান দিতে থাকে। সে সময় পুরো রাস্তায় যানজট লেগে যায়। পরে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবু বকর সিদ্দিক বলেন, ‘নামাজ শুরুর আগে থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় ছিল। বায়তুল মোকাররম এলাকায় আমাদের পুলিশ সদস্যরা আগে থেকে অবস্থান নিয়েছিল। সভা-সমাবেশ করতে হলে সবাইকে ডিএমপি থেকে অনুমতি নিতে হবে। আমাদের কাছে নির্দেশনা থাকতে হবে, যে আপনি মিছিল বা সমাবেশ করতে পারবেন।’
পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে মুসল্লিদের একটি অংশ বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে বেরিয়ে যায়। আরেকটি অংশ মসজিদের সিঁড়ির ওপর অবস্থান নিয়ে ভাস্কর্যবিরোধী স্লোগান দিতে থাকে। সে সময় পুলিশের পক্ষ থেকে তাদের বিক্ষোভ ও স্লোগান দিতে নিষেধ করা হয়। সে সময় মুসল্লিরা নারায়ে তাকবির স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। তবে তাদের কাছে কোনো অফিশিয়াল ব্যানার ছিল না আজ।
পুলিশের সূত্রটি বলছে, স্লোগান দিতে দিতে মুসল্লিদের একটি অংশ উত্তর গেট দিয়ে রাস্তায় বেরিয়ে এসে মিছিল আকারে স্লোগান দিতে দিতে পল্টন মোড় পর্যন্ত চলে যায়। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মুসল্লিরা মসজিদের ভেতরে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766