২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৬
এসবিএন ডেস্ক: ঢাকার বাড়িওয়ালাদের কাছ থেকে পুলিশ যেন ভাড়াটে-সংক্রান্ত তথ্য না নেয়, সে জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনারকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘পুলিশ এভাবে ব্যক্তিগত তথ্য গ্রহণ করতে পারে না। এসব তথ্য সংগ্রহ করে সংরক্ষণের কোনো বিধান বাংলাদেশে নেই। পুলিশ এসব তথ্যের অপব্যবহার করতে পারে। এ আশঙ্কায় আমি আইনি পদক্ষেপ নিয়েছি।’
নোটিশে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরির সময় কিছু তথ্য দিতে হয়। সেখানে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার সুযোগ রয়েছে। কিন্তু পুলিশ নাগরিকদের ব্যক্তিগত তথ্য নেওয়ার কোনো আইন নেই।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শুধু কোনো আদালত চাইলে তাকে তথ্য দিতে হয়। পুলিশকে এসব তথ্য সংগ্রহ করা হলে ব্যক্তিগত গোপনীয়তা অপরাধ ভঙ্গ হচ্ছে। যেহেতু দেশে তথ্য সংরক্ষণের আইন নেই, ফলে এসব তথ্যের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। পুলিশের কাছে এসব তথ্য সংগ্রহ করা বিপদজনক। কেননা, পুলিশ এসব তথ্যের অপব্যবহার করতে পারে বলে আমি আশঙ্কা করছি।’
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766