ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ভিন্নমাত্রা প্রকাশনীর ব্যতিক্রমী এক আয়োজন

redtimes.com,bd
প্রকাশিত মে ২৫, ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ
ভিন্নমাত্রা প্রকাশনীর ব্যতিক্রমী এক আয়োজন

 

ভিন্নমাত্রা প্রকাশনী ও ভিন্নমাত্রা মিডিয়া ভিশন ব্যতিক্রমী এক আয়োজন করেছে।

\২০২২ ও ২০২৩ সালে যে কোন প্রকাশনী থেকে যাঁদের একক বই প্রকাশিত হয়েছে তাঁরা ১ কপি বই নিম্ন ঠিকানায় আগামী ১৫ জুনের মধ্যে পাঠিয়ে দিন। আমাদের বিজ্ঞ বিচারকমন্ডলী বর্ষ সেরা বইটি বাছাই করে দিলে আমরা লেখককে চিঠি দিয়ে জানিয়ে দিব এবং আনুষ্ঠানিকভাবে ” ভিন্নমাত্রা এওয়ার্ড ২০২৩ ” ও সনদপত্র প্রদান করা হবে । উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য লেখক, মাননীয় মন্ত্রী ও সেলিব্রিটিগণ উপস্থিত থাকবেন। ইন শা আল্লাহ। কোন রেজিষ্ট্রেশন খরচ নেই। এটা লেখকের অর্জিত সম্মান।

যে যে ক্যাটাগরিতে এওয়ার্ড ও সনদপত্র দেয়া হবে।
ক. কবিতায় ১০ জন
খ. ছোটগল্প ১০ জন
গ. উপন্যাস ১০ জন
ঘ. শিশুতোষ বই ১০ জন
ঙ. অন্যান্য ১০ জন।

বিজ্ঞ বিচারকমন্ডলী যে যে বিষয়গুলো দেখবেন –
ক. লেখার মান ও বিষয়
খ. বইয়ের প্রচ্ছদ
গ. বইয়ের মুদ্রণ
ঘ. অন্যান্য

বই পাঠানোর ঠিকানা
মুহাম্মদ মাসুম বিল্লাহ
প্রধান নির্বাহী
ভিন্নমাত্রা প্রকাশনী
৩৪ রবীন্দ্র সরণি ২য় তলা, সেক্টর -৭, উত্তরা, ঢাকা।
মোবাইল- ০১৭১২০০৫৯৫৮
০১৮৩৫৮৪৭৭৫৫

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031