সদরুল আইন:
আজ ছিল বিশ্ব ভালবাসা দিবস।নির্দিষ্ট দিনের গন্ডিতে ভালবাসা আবর্তিত না হলেও সার্বজনীন এ ভালবাসা প্রকাশের অভিব্যক্তি একেক জনের একেক রকমের।
ভিন্নমাত্রার চিন্তা চেতনা আর ব্যতিক্রমি কাজের মাধ্যমে সুপরিচিত আ.লীগের উপকমিটির অর্থবিষয়ক সম্পাদক আকরাম হোসেন বাদশা ভালবাসা দিবসে ব্যতিক্রমিভাবেই তার ভালবাসা আজ ছড়িয়ে দিলেন মানবতার কল্যাণে।নিজের ভালবাসা উৎসর্গ করলেন মানুষ ও মানবতার জন্যে।
গাজীপুরের শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের পোতাবাড়ি গ্রামে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে তিনি তার অকৃত্রিম ভালবাসার ফল্গুধারার সুরভি ছড়িয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত ছড়িয়ে দিলেন পৃথিবীর বৃন্তে।
সুবিধা বঞ্চিত প্রতিবন্ধিদের মাঝে নিজ অর্থায়নে হুইল চেয়ার বিতরন করে তাদের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই খুঁজে নিলেন ভালবাসার তাৎপর্য আর আত্মতৃপ্তি।
সংবাদটি শেয়ার করুন