ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


ভিস্তিওয়ালা মুগ্ধ

redtimes.com,bd
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪, ০৩:১০ অপরাহ্ণ
ভিস্তিওয়ালা মুগ্ধ

 

আমিনুল ইসলাম

পানি লাগবে—- পানি !
আমি এক ভিস্তিওয়ালা;
আমাকে চিনতে পারছেন না?
আমার নাম মুগ্ধ।
একদিন সম্রাট হুমায়ুনকে
বাঁচিয়েছিলাম আমি।
অবশ্য তখন আমাকে
আলাদা নামে ডাকা হতো ;
সে গল্প নাহয় আরেকদিন হবে।
এখন শুধু জরুরি পানি দেওয়া।
পানি লাগলে বলুন ! পানি !
আমার কাছে অঢেল পানি আছে;
বুড়িগঙ্গার কালো রঙের পানি নয়,
হাতির ঝিলের অপেয় তরল নয়,
গন্ধযুক্ত সাপ্লাইয়ের পানিও নয়–
লোভে দূষিত ওয়াসার,
চোখের ফিল্টারে পরিশোধিত—
আমার কৈশোর হৃদয়ের–
ভালোবাসা নিংড়ানো এই পানি;
মাফ করবেন, আমার হাতে কিন্তু
কোনো গেলাস নেই,
শুধু বোতল—একজন—এক বোতল;
যারা ন্যায্য ঘাম ঝরিয়ে তৃষ্ণার্ত,
যারা ছটফট করছেন বিদ্ধ হয়ে
ঘরের শত্রুর বুলেটে,
এই পানি কেবল তাদের জন্য;
আমাদের প্রথম সাক্ষাতের দিন–
আমি পান করাবো তাকে,
যমুনা থেকে অনেক দূরে
আমাদের প্রথম ভ্রমণের দিন–
আমি পান করাবো তাকে;
আমাদের মধ্যবর্তী বিচ্ছেদ শুরুর দিন–
আমি নিজহাতে পান করাবো তাকে,
এইসব ভেবে রিজার্ভ রেখেছিলাম এই পানি;
রিজার্ভের ভাবনা শিকেয় তুলে রেখে
আজ নিজের হাতে বিতরণ করছি
সেই পানি !
টাকা দেওয়া লাগবে না ভাই,
অন্যকোনো বিনিময়ও নয় বোন!
টুকে রাখা হবে না কোনো হিসাবও,
শুধু আওয়াজ দিন– আওয়াজ !
যদি কথা না বের হয় গলা দিয়ে,
যদি মুখ চেপে ধরে দানবের থাবা,
শুধু একবার ইশারা করেন;
টীয়ার গ্যাস,
বুলেট,
হেলিকপ্টার থেকে ছড়ানো মৃত্যুবৃষ্টি
সবকিছু উপেক্ষা করে–
আমি নিজহাতে পৌঁছায়ে দেবো
প্রাণ নিংড়ানো এই পানি !
আর কারো পানি লাগবে— পানি….

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930