ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ভুটানে বাংলাদেশি নারী ফুটবোলারদের বিশাল জয়

redtimes.com,bd
প্রকাশিত জুলাই ২৪, ২০২৪, ১১:১৫ অপরাহ্ণ
ভুটানে বাংলাদেশি নারী ফুটবোলারদের বিশাল জয়

 

টাইমস নিউজ

আগেও ভুটানের সঙ্গে খেলেছেন সাবিনা খাতুনরা। কিন্তু এতটা চ্যালেঞ্জের মুখে পড়েননি। কারণ কখনোই গোল হজম করতে হয়নি।

এবার ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে তাই হলো। তবে সব শঙ্কা কাটিয়ে দেন বয়সভিত্তিক দল থেকে উঠে আসা সাগরিকা। হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দেন তিনি।

বুধবার থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাগরিকার হ্যাটট্রিকের সুবাদে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৫-১ গোলে হারায় বাংলাদেশ।

গোলকিপার রুপনা চাকমা ও ডিফেন্ডার নিলুফার ইয়াসমিনের শিশুতোষ ভুলে ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় বাংলাদেশকে। ভুটানের অধিনায়ক পেমা শেরিং ফাঁকা পোস্টে বল জড়িয়ে উল্লাসে মেতে ওঠেন (১-০)।

বিরতির পর বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে মাঠে আসে। অভিজ্ঞ রাইট উইঙ্গার সানজিদার সঙ্গে অভিষেক হয় ফরোয়ার্ড সাগরিকার। ৪৯ মিনিটে দারুণ গোলে দলকে সমতায় ফেরান সাগরিকা (১-১)।

মিনিটচারেক পর অধিনায়ক সাবিনা এগিয়ে নেন বাংলাদেশকে (২-১)। দুই মিনিট পর ব্যবধান ৩-১ করেন ঋতু পর্না চাকমা। ৭৬ মিনিটে সুমাইয়া মাতসুশিমার বাড়ানো বল ধরে বক্সে ঢুকে নিজের দ্বিতীয় গোল করেন সাগরিকা (৪-১)। যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা (৫-১)। সিরিজের শেষ ম্যাচ শনিবার।

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031