ফিরে এসেছেন সাংবাদিক উৎপল দাস। নিখোঁজ হওয়ার ২ মাস ১০ দিন পর খুঁজে পাওয়া গেল তাকে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় কে বা কারা তাকে রেখে গেছে। এসময় তার বন্ধ মোবাইল ফোন সচল পাওয়া যায়।
উৎপলের সাথে রাতে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সুস্থ আছি। এখন নারায়ণগঞ্জ থেকে নরসিংদী মা-বাবার কাছে যাচ্ছি। পরে কথা বলব।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, রাত ১টার দিকে উৎপলকে ভুলতা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। সাংবাদিক পীর হাবিব ফেসবুকে লিখেছেন,আমাদের উৎপল ফিরেছে।বলেছে সেই প্রানবন্ত উৎফুল্ল কন্ঠে আমি ভালো আছি।মায়ের কাছে বাড়ি যাচ্ছি, কাল বা পরশু অফিসে যোগ দেবো।সরকার,আইনশৃংখলাবাহিনী গণ মাধ্যম সবার কাছে কৃতজ্ঞতা।আল্লাহর কাছে শোকরিয়া।বুক থেকে ভারি পাথর নেমেছে।
সংবাদটি শেয়ার করুন