সংবাদ বিজ্ঞপ্তি,
‘‘খাস জমির অধিকার ভূমিহীন জনতার, ভূমিদূস্য হঠাও ভূমিহীন বাঁচাও’’- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে দ্বিতীয় কর্মী সম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার বিকাল ৪ টায় কামালনগরস্থ সংগঠনের অস্থায়ী কর্যালয়ে ভূমিহীন নেতা আশরাফুল গাজীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
তিনি বলেন, অন্তবর্তী সরকারের উপদেষ্টার কাছে ভূমহীন হতদরিদ্র পরিবারের সদস্যদের পুর্নবাসন করার পাশাপাশি তাদের নামে সরকারি খাস জমি চিহ্নিতপূর্বক বরাদ্দের দাবি। এবং উপজেলা সেটেলমেন্ট, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শিরা-উপশিরায় দুর্নীতির বিষবাষ্প ঢুকে পড়েছে। সাধারণ নাগরিকদের পাশাপাশি ভূমিহীন পরিবারের সদস্যরা প্রতিনিয়ত তাদের দ্বারা হয়রানির শিকার হয়। তাদের রক্ষার্থে এখনই ঐ অফিসগুলোতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা জরুরী।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন সহ-সভাপতি শিহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক সামছুর রহমান, সাংগঠনিক মুজিবর রহমান প্রমূখ।
আলোচনা শেষে আশরাফুল আলী গাজীকে সভাপতি, রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুজিবর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন