ঢাকা ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে কেন্দুয়া উপজেলা

redtimes.com,bd
প্রকাশিত মার্চ ২০, ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ণ
ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে কেন্দুয়া উপজেলা
মোঃ জাহিদুল আলম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর উপহার দুই শতক জমির ওপর স্বপ্নের পাকা ঘর পাচ্ছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২০টি পরিবার।
আগামী ২২ মার্চ এ উপজেলাকে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। এ ব্যাপারে এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২০ নার্চ (সোমবার)  বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে।
জানা যায়, উপজেলার ২৩টি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন প্রতি পরিবারকে ২ শতক জমিসহ একক গৃহ, সুপেয় পানি ও বিদ্যুৎ সুবিধা প্রদান করে ১২০টি পরিবারের মাঝে সমাজভিত্তিক আশ্রয়ণ গড়ে তোলা হয়েছে। এসব আবাসনে ভূমিহীনরা পরিবার-পরিজন নিয়ে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার অপেক্ষায় আশ্রিতরা। ওইদিন দুই শতক ভূমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হবে সুবিধাভোগিদের মাঝে।
মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ৪র্থ পর্যায়ের প্রথম ধাপের ঘরগুলো আগামী ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হস্তান্তরের এ কার্যক্রমগুলো ওইদিন সকাল ১০ টায় সম্পন্ন হবে। সারাদেশের ন্যায় কেন্দুয়া  উপজেলাতেও এই পর্যায়ে ১২০ টি ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তরিত হবে।
 প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, আগামী ২২ মার্চ কেন্দুয়া উপজেলাকে ক-শ্রেনির ভুমিহীনমুক্ত ঘোষনা করা হবে। ইতিমধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩২৩টি ঘরের মধ্যে তিনধাপে ২০৩ টি লাল সবুজের ঘরে পুর্নবাসন সম্পন্ন করা হয়েছে। আগামী ২২মার্চ ১২০টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
এসময় কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031