২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (৩য় পর্যায়) পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য
দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর ২০২০ তারিখ শুক্রবার সকাল ৯:৩০ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা মেনে বরিশাল জেলার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষাণ কর্মসূচি শুরু হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠির আরডিসি মোঃ আবু মুছা।
প্রশিক্ষণে হোল্ডিং এন্ট্রি, দৈনিক আদায় এন্ট্রি, ক্যাশ ও পাস বই এন্ট্রি, লেজার রিপোর্ট, দৈনিক আদায় ও মাসওয়ারী রিপোর্ট, ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এলডি ট্যাক্স ক্যালকুলেটর, ২নং রেজিস্টার আপডেট,
এসিল্যান্ড কর্তৃক রেজিস্টার-২ যাচাই প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষণে ঝালকাঠি জেলার ০৪ উপজেলার মোট ২৭ জন সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766