এসবিএন: ভূমিমন্ত্রী সামসুর রহমান শরীফ এর সাথে আজ ২২ মার্চ সোমবার রাতে সিলেট সার্কিট হাউজে বিশ্বশান্তি মিশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতকালে মতবিনিময়ে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বশান্তি মিশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা হাকিম তাজ উদ্দিন আহমদ, সভাপতি রেজাউল করিম লায়েক, সাধারণ সম্পাদক সুমন আহমদ, সদস্য ওলিউর রহমান, সালমান সিদ্দিকী আদনান, জুবায়ের আহমদ বাপ্পী, মাশকুরুল হুদা খান প্রমুখ।
বিশ্বশান্তি মিশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
তিনি ধৈর্য সহকারে তাদের কার্যক্রমের কথা শুনে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য নেতৃবৃন্দদের পরামর্শ দেন।
বিশ্বশান্তি মিশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ ভূমিমন্ত্রী সামসুর রহমান শরীফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবাদটি শেয়ার করুন