ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


ভোট গ্রহণ শেষ, চলছে গণনা, সন্তুষ্ট ইসি

abdul
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৫, ০১:১৩ অপরাহ্ণ
ভোট গ্রহণ শেষ, চলছে গণনা, সন্তুষ্ট ইসি

এসবিএন ডেস্ক: বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে প্রথমবারের মতো সারা দেশে দলীয় প্রতীকে ২৩৪টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোট গ্রহণ।

১৪টি কেন্দ্রে ভোট স্থগিত, প্রার্থীদের ভোট বর্জন ও এজেন্টদের মারধর, জালভোট, বুথ দখল আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলা-পাল্টা হামলার অভিযোগের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়। এসব ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ১৪ পৌরসভায় কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

এদিকে নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলীয় মার্কায় প্রথমবারের মতো আয়োজিত পৌর নির্বাচনে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখলের চেষ্টা ও অনিয়মের অভিযোগ এলেও নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেছেন, উপস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট।

সার দেশের অন্তত ২০টি পৌরসভায় গোলযোগের খবর পাওয়া গেছে, সাতকানিয়া পৌরসভায় ভোটে কেন্দ্রের দেড় কিলোমিটার দূরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছেন একজন।

এর বাইরে অধিকাংশ এলাকায় ‘শান্তিপূর্ণ’ ভোট হয়েছে মন্তব্য করে মো. আবু হাফিজ বলেন, প্রধান দুই দলের পাল্টাপাল্টি অভিযোগের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটাকেই তারা ‘বড়’ হিসেবে দেখছেন।

“আমরা কোনো অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। বেলা দেড়টা পর্যন্ত ১৪টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। আমরা চাই নির্ভয়ে কেন্দ্রে আসুক ভোটাররা। পরিবেশ সুষ্ঠু রাখতে চাই। এ জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হচ্ছে।”

প্রথম চার ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, “এবার দলীয়ভাবে ভোট হচ্ছে, ভোটার উপস্থিতি একটু বেশিই থাকবে। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদেও প্রার্থীরা আছেন। ভোটের হার ভালোই হবে।

নারী ভোটারের উপস্থিতিও বেশ। তবে এ মুহূর্তে এ নিয়ে খোঁজ নিচ্ছি না আমরা। আইন-শৃঙ্খলাটাই এখন মুখ্য।” সাতকানিয়ায় একজন নিহত হওয়ার বিষয়টি অন্তর্দ্বন্দ্ব কি-না তা খোঁজ করে দেখার পরামর্শ দেন তিনি।

আবু হাফিজ বলেন, “এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা সন্তুষ্ট। দুটি দলও আমাদের কাছে এসেছে, তাদের কথাও শুনেছি; অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। তারাও ভালোভাবে দেখছে। তবে ভালোভাবে শেষ করতে পারলেই সন্তুষ্টিটা কাজে আসবে।”

সকালে ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনের ফল পক্ষে নিতে ‘সরকারি কারসাজির’ যে আশঙ্কা তারা প্রকাশ করে আসছিল, ভোটের মাঠে দিনের শুরুতেই তা ‘সত্যি’ হতে শুরু করেছে।

এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসিতে গিয়ে দেড় ঘণ্টায় অন্তত ৬০টি কেন্দ্র দখলের অভিযোগ জানিয়ে আসেন।

অন্যদিক দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘পরাজয়ের আশঙ্কায়’ বিএনপির প্রার্থীরাই বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনিয়ে নিচ্ছে।

এরপর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম ইসিতে গিয়ে বলেন, সারা দেশে ‘সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর’ পরিবেশে পৌরসভা নির্বাচন চললেও বিএনপি-জামায়াত ‘অধ্যুষিত’ কয়েকটি স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘বাড়াবাড়ি’ করায় ‘বিচ্ছিন্ন কিছু’ ঘটনা ঘটেছে।

ইসি কর্মকর্তারা জানান, ২০০৮ সালের ৯ পৌরসভা নির্বাচনে সর্বোচ্চ ৯৩ শতাংশ ভোট পড়েছিল। ২০১১ সালে চার ধাপের পৌর ভোটে বাক্সে পড়েছিল ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট।

দেশে গত নয়টি পৌরসভা নির্বাচন ছিল নির্দলীয়। দেশের ৩২৩ পৌরসভার মধ্যে ২৩৪টিতে এবারই প্রথম দলীয়ভাবে মেয়র পদের ভোট হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930