৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৮
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার:
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় বাজার মনিটরিং অভিযান পরিচালনাকালে তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারনে জরিমানা করেছে । সোমবার (১৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরে খাবারের হোটেল, ফাষ্টফুডের দোকান ও একটি ফার্মেসীতে এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য রাখা, হোটেলের নোংরা পরিবেশে খাদ্য তৈরী করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে ভাই ভাই সুইটস এন্ড বিরিয়ানীকে ২ হাজার টাকা, ফুড সিটিকে ২ হাজার টাকা, সুমন মেডিকেল হলকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগিতায় ছিলেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766