ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ভোটের জন্য প্রস্তুত বরিশাল, নিরাপত্তার চাদরে পুরো সিটি

redtimes.com,bd
প্রকাশিত জুন ১১, ২০২৩, ০৫:১৯ অপরাহ্ণ
ভোটের জন্য প্রস্তুত বরিশাল, নিরাপত্তার চাদরে পুরো সিটি
সদরুল আইনঃ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল নির্বাচন কমিশন।
কেন্দ্রে কেন্দ্রে ইতোমধ্যেই পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ সরঞ্জামাদি। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার উপযোগী পরিবেশ নিশ্চিত, ভোটগ্রহণ কর্মকর্তা ও পোলিং এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া, ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দেওয়াসহ ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
রোববার (১১ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে প্রিজাইডিং অফিসারকে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথের জন্য এক হাজার ৫০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন দেওয়া হয়।
রির্টানিং অফিসার মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে  বলেন, বিসিসি নির্বাচন সম্পন্ন করার লক্ষে ১২৬টি কেন্দ্রে ৮৯৫টি বুথের জন্য অতিরিক্ত দেড়গুণ ইভিএম পাঠানো হয়েছে। এছাড়া ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ১০ প্লাটুন বিজিবি, সাড়ে ৪ হাজার পুলিশ, র‍্যাবের ১৬টি টহল টিমসহ আনসার সদস্যরা।
এরই মধ্যে ১২৬টি কেন্দ্রর সবগুলোতেই প্রায় ১২০০ সিসি ক্যামেরা বসানো হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য ভোটারদের নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বরিশাল নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031