এসবিএন ডেস্ক: সোমবার ভোররাতের শক্তিশালী ভূমিকম্পে সারাদেশে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক।
রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় ভোররাতের ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত রাস্তায় নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আতিকুর রহমান আতিক (২৭) নামে ১ জনের মৃত্যু হয়েছে।
আতিক রাজধানীর পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রাজশাহীতে ভূমিকম্প আতঙ্কে ১ জনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম খলিলুর রহমান। তার বাড়ি নগরীর মতিহার থানার নতুন বুধপাড়া এলাকায়।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ভোরে ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন খলিলুর রহমান।
এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া লালমনিরহাটে মৃত্যু হয়েছে আরেক ব্যক্তির।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় আতিকুর রহমানের। পরে তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক জরুরি বিভাগের টিকিট কাউন্টারে রাত্রীকালীন ডিউটিতে থাকা টিকিটম্যান হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত ২৯ জন আহত ব্যক্তি ঢামেকে চিকিৎসা নিয়েছেন। এদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত সোহান নামের এক পুলিশ কনস্টেবল ব্যারাক থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন বলেও জানান হাবিবুর।
এদিকে, ভূমিকম্পে রাজধানীর শাঁখারিবাজারে ৬২ নম্বর ভবনে ফাঁটল দেখা দিয়েছে।
আজ ভোররাত ভোর ৫টা ৭ মিনিটে রাজধানী ঢাকাসহ কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬.৭। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের তামেনগ্লংয়ে।
সংবাদটি শেয়ার করুন