এসবিএন ডেস্ক: আজ ভোর রাত ৫টা ৫ মিনিটে ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ।
এ ঘটনায় রাজধানীসহ দেশবাসী আতঙ্কিত হয়ে উঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র তথ্য অনুযায়ী, মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭।
তবে রয়টার্সের খবরে তা ৬.৮ বলে জানানো হয়েছে। প্রায় এক মিনিট স্থায়ী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের তামেনগ্লং। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। খবর টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্সের।
শক্তিশালী এ ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে ভবনে ফাঁটল ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের কোথাও এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, ভারতে এ ভূমিকম্প বিহার, আসাম, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গসহ দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বিভিন্ন অংশে অনুভূত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন