এসবিএন: ভ্রাম্যমান বাজার অভিযানে সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকার ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২১০০০/= (একুশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ।
অসাস্হ্যকর পরিবেশে খাদ্য সরবরাহের কারণে চিয়াংমাই রেষ্টুরেন্টকে ৭,০০০/= (সাত হাজার) টাকা, ইয়াম্মী হাটকে ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা ও প্রীতিরাজ রেষ্টুরেন্টকে ৮,০০০/= (আট হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার কারণে দা গ্লোব ফার্মেসীকে ১,০০০/= (এক হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
সব মিলিয়ে বিভিন্ন খাতে মোট ২১,০০০/= (একুশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান সমূহের নিকট থেকে আদায় করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয় ও লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মো. লায়েছ উদ্দিন, জেলা কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সভাপতি জামিল চৌধুরী, মনোজ দাস ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন