ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


মইন উদ্দীন খান বাদলের কবরে হামলা ও ভাঙচুর

redtimes.com,bd
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ণ
মইন উদ্দীন খান বাদলের কবরে হামলা ও ভাঙচুর

টাইমস নিউজ

 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে হামলা ও ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

বাদলের ছোট ভাই কামাল উদ্দিন খান মুকুল বলেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে এসে কবরে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় পাকা করা কবরে তারা আগুন দিয়ে পালিয়ে যায়।

বোয়ালখালী থানার ওসি গোলাম সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে কে বা কারা হামলা করেছে। ভাঙচুর করা হয় পাকা কবরটি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এদিকে, এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বাদলের স্ত্রী সেলিনা খান লিখেছেন, ‘কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।’

সেলিনা খান বলেন, ‘একটি গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানের ওপরের গাছ, ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। আমরা কেউ ছিলাম না। বিষয়টি থানায় জানানো হয়েছে। এ ঘটনার জন্য দায়ীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।’

মইন উদ্দীন খান বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তিনি চট্টগ্রামের বোয়ালখালী চান্দগাঁও (চট্টগ্রাম-৮) আসনের এমপি। স্ট্রোকে আক্রান্ত হয়ে ২০১৯ সালে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন বাদল। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও বাদলের ভূমিকা ছিল।

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031