ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মকন হাইস্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্টান

abdul
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০১৬, ০৩:৪১ অপরাহ্ণ
মকন হাইস্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্টান

এসবিএন: সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে এবং বাংলাদেশ সোসিয়াল কভেন্ট্রি ক্লাব ইউ.কে’র সহযোগিতায় এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, অসহায় দু:স্থ মানুষের চিকিৎসা সেবায় ভূমিকা রাখা অত্যন্ত একটি মহতি উদ্যোগ। আমাদের সবাইকে সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসতে হবে।

এক্ষেত্রে পাড়া মহল্লার সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সে অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আজকের এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।

শুক্রবার সকাল ১০ টায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

দক্ষিণ সুরমার মকন হাইস্কুল এন্ড কলেজে গরীব ও সুবিধা বঞ্চিত রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের এই আয়োজন করা হয়।

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় শাখার সভাপতি নাজিম উদ্দিন শাহান এর সভাপতিত্বে ও সংস্থার সহ-সাধারন সম্পাদক কামাল আহমেদ আম্বিয়ার পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট রুহুল আনাম চেীধুরী মিন্টু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মকন হাইস্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শাহিদুর রব, উইসেন্স মেডিকেল কলেজ’র ডা. মাহফুজ আহমেদ, মকন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু।

এসময় উপস্থিত ছিলেন- সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জগলু, দপ্তর সমাপাদক সাহেদ ইয়াকুব, ক্রীড়া সম্পাদক আব্দুল করিম সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, সহ-অফিস সম্পাদক নাসির উদ্দিন নাছিম, কার্যকরী পরিষদের সদস্য নোমান আহমদ, সদস্য তুহিন আহমদ।

মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজ সার্জারী বিভাগের রেজিষ্টার ডা. ফেরদৌস মোহাম্মদ হোসাইন, ডা. জাবের আহমেদ, ডা. অলিউর রহমান, ডা. আহমেদ আল আমিন, ডা. সিরাজুল সালেহীন চৌধুরী, ডা. আবেদিন রানা, ডা. তানভীর আহমেদ, স্থানীয় সমাজসেবী বখতিয়ার আহমদ ইমরান, কয়ছর আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930