৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৬
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তা বিধানে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) দলের সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখে নির্বিঘ্নে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে নিয়োজিত থাকবে সোয়াট টিমের সদস্যরা।
তিনি জানান, এর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ৯টি ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনায় থাকবে ডিএমপির ৩টি কন্ট্রোল রুম।
এছাড়া পহেলা বৈশাখে মুখোশ ও ভুভুজেলা ব্যবহার না করার বিষয়ে আগের নির্দেশনার বহাল থাকবে বলেও জানান তিনি।
পহেলা বৈশাখে উন্মুক্ত স্থানে বিকেলের মধ্যে নববর্ষের অনুষ্ঠান শেষ করার বিষয়ে আগেই ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। তবে ৫টার পর ইনডোরে অনুষ্ঠান চলতে পারে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766