মঙ্গল সমাবেশে লুবনা মারিয়াম

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

মঙ্গল সমাবেশে লুবনা মারিয়াম

শাহিদা ইসলাম

গতকাল ছিল পাঠক সমাবেশে প্রখ্যাত শিল্পী লুবনা মারিয়া্ম এর একক সন্ধ্যা মংগল সমাবেশ।
তাঁর শৈশব কৈশোর কেমন কেটেছে এই নিয়ে স্মৃতি চারণ করছিলেন।তিনি হতে চেয়েছিলেন ডাক্তার , হলেন নৃত্যশিল্পী। বাবার শখ পূরণ করেছেন।
নাচের ক্লাশ তাঁর একদম পছন্দের ছিল না।সবার পিছনে বসতেন। অথচ সেই মানুষ দেশের সেরা নৃত্য শিল্পী হয়েছেন।সাধনার মত এমন একটা সনামধন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ।
লুবনা মারিয়াম ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কলকাতায় গঠিত “মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা”র সাথে যুক্ত ছিলেন।
১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত মারিয়াম ভারতে নৃত্য বিষয়ে অধ্যয়ন করেন, পরে তিনি শাস্ত্রীয় নৃত্যের প্রচারের জন্য বাংলাদেশে ফিরে আসেন।
ব্যক্তিগত জীবনে জামাল আহমেদ সুফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লুবনা ।
তাঁর বাবা কাজী নূরুজ্জামান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৭ নাম্বার সেক্টর কমান্ডার এবং মা সুলতানা জামান ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী ।

 

২০০৮ সালে বাংলাদেশ সরকার লুবনা আপকে বেগম রোকেয়া পদক প্রদান করেন।গতকাল আপার বড় বোন ডাক্তার নায়লা খান আপার সাথে ছিলেন।আপাকে অনেক বিষয় মনে করিয়ে দিচ্ছিলেন।
এক সময় বলেই বসলেন দেখ বড় বোন কেমন ছোট বোনকে মনে করিয়ে দিচ্ছে।
দুজনার ভালোবাসা আন্তরিকতা দেখে অভিভুত হয়েছি।
তিনি আমাদের গর্ব ,আমাদের দেশের সম্পদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31