মতিন রায়হানের দুটি গ্রন্থ

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

মতিন রায়হানের দুটি গ্রন্থ

অমর একুশে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে মতিন রায়হানের দুটি গ্রন্থ ।
আমাদের ছায়াতরুগণ
মতিন রায়হানের প্রধান চর্চিত বিষয় কবিতা হলেও গদ্যেও তিনি সহজ ও স্বতঃস্ফূর্ত। তার যে কোনো গদ্য পাঠককে লেখার শুরু থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় গভীর কৌতূহলে। তার গদ্যরচনা কবিতার মতোই উপভোগ্য ও স্বাতন্ত্র্যচিহ্নিত। ‘আমাদের ছায়াতরুগণ’ শীর্ষক এই গদ্যগ্রন্থটি সমাজের প্রতি তার দায়বোধের এক অনন্য নজির। আমাদের শিল্প-সাহিত্য, শিক্ষা-সংস্কৃতিসহ সমাজের নানা ক্ষেত্রে যেসব মানুষ নেতৃত্ব দিয়েছেন এবং এখনো দিচ্ছেন এমনসব ৪০ কৃতী ব্যক্তিত্বের জীবনালেখ্য এই গ্রন্থ। এ তালিকায় আছেন আতিকুল হক চৌধুরী (নাট্যজন), আব্দুল মতিন (ভাষাসৈনিক), আবদুশ শাকুর (প্রাবন্ধিক-গবেষক), আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া (প্রতœতাত্ত্বিক), আবুল হোসেন (কবি), এম আর খান (চিকিৎসক), ওবায়েদ উল হক ( চলচ্চিত্রকার ও সাংবাদিক), করুণাময় গোস্বামী (সংগীতজ্ঞ ও গবেষক), কলিম শরাফী (সংগীতশিল্পী), কাইয়ুম চৌধুরী (চিত্রশিল্পী), কামাল লোহানী (সাংবাদিক), কায়সুল হক (কবি), জিন্দুপ্রভা দেবী (সূচিশিল্পী), জোহরা বেগম কাজী (চিকিৎসক) জ্যোৎস্না বিশ্বাস ( যাত্রাশিল্পী), দ্বিজেন শর্মা ( প্রকৃতিবিজ্ঞানী), নওয়াজেশ আহমদ (বিজ্ঞানী ও আলোকচিত্রী), নূরজাহান বেগম (সাংবাদিক), ফয়েজ আহমদ (সাংবাদিক ও শিশুসাহিত্যিক), ফেরদৌসী রহমান (কণ্ঠশিল্পী), বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ( কবি, গল্পকার ও শিল্পতাত্ত্বিক), মাজহারুল ইসলাম (স্থপতি), মাহবুব উল আলম চৌধুরী (কবি), মুস্তাফা মনোয়ার ( চিত্রকর ও পাপেট শিল্পী), মোশতাক আহমদ (শিক্ষাবিদ ও অনুবাদক), রফিকুন নবী (চিত্রশিল্পী ও কার্টুনিস্ট), রশীদ করীম (ঔপন্যাসিক), রাবেয়া খাতুন (ঔপন্যাসিক), শওকত আলী (কথাশিল্পী), শামসুজ্জামান খান (লোকসাহিত্য বিশেষজ্ঞ), শাহাবুদ্দিন আহমেদ (চিত্রশিল্পী), সফিউদ্দিন আহমেদ (চিত্রশিল্পী), সবিহ-উল আলম ( ডিজাইনার), সরদার ফজলুল করিম (সমাজতাত্ত্বিক), সাইদা খানম (আলোকচিত্রী), সাঈদ আহমদ (নাট্যব্যক্তিত্ব), সুস্মিতা ইসলাম ( শিক্ষাবিদ), সোহরাব হোসেন (কণ্ঠশিল্পী), সৈয়দ শামসুল হক (সব্যসাচী লেখক), হেনা দাস (নারীনেত্রী)। অন্তরঙ্গ সাক্ষাৎকারের ভিত্তিতে রচিত এই গ্রন্থের প্রতিটি লেখা পাঠককে ওই আলোকিত মানুষটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে হলেও একটি পূর্ণ ধারণা দেবে। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন বিখ্যাত শিল্পী ধ্রুব এষ। প্রকাশ করেছে সময় প্রকাশন। ১৯৫ পৃষ্ঠার এই বইটির মূল্য ৩৬০ টাকা।

পুষ্পগাথা পুষ্পকথা (১০০ ফুল নিয়ে ১০০ কবিতা ও এর গদ্যভাষ্য)
মতিন রায়হানের প্রধান চর্চিত বিষয় কবিতা। প্রেম, প্রকৃতি ও জীবনবোধের নানা অনুষঙ্গ তার কবিতায় খেলা করে সহজ স্বতঃস্ফূর্ততায়। এবার তিনি মগ্ন হলেন প্রকৃতির সবচেয়ে সুন্দর অনুষঙ্গ ফুল নিয়ে। রচনা করলেন পঙ্ক্তির পর পঙ্ক্তি। একেকটি ফুল তার কাব্যবোধে জারিত হয়ে নানা উপমা আর চিত্রকল্পে দারুণভাবে মূর্ত হয়ে উঠেছে। অবশ্য বিচ্ছিন্নভাবে নির্দিষ্ট কোনো ফুল নিয়ে রবীন্দ্রনাথ-নজরুলসহ কোনো কোনো কবি কবিতা রচনা করলেও চেনা-অচেনা ১০০ ফুলকে কবিতার বিষয় করে তোলার এ প্রচেষ্টা অভিনব ও স্বাতন্ত্র্যচিহ্নিত। ‘পুষ্পগাথা পুষ্পকথা’ শীর্ষক এই গ্রন্থে পাঠক কবিতার পাশাপাশি ফুলটির বৈজ্ঞানিক নামসহ এর গদ্যভাষ্য ও দৃষ্টিনন্দন ছবিও পাচ্ছেন। ফুলকে চেনা ও বোঝার এ এক অনবদ্য প্রয়াস। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। সময় প্রকাশনের ১০৮ পৃষ্ঠার চাররঙা এই বইটির মূল্য ৫০০ টাকা।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930