মনসুর হেলালের ছড়ার বই ‘ইচিং বিচিং’ ও ‘ইকড়ি মিকড়ি’

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮

 মনসুর হেলালের ছড়ার বই ‘ইচিং বিচিং’ ও ‘ইকড়ি মিকড়ি’

 

রা খি  রা য় হা ন
এবারের একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে মনসুর হেলালের দুটি অনবদ্য ছড়ার বইÑ ‘ইচিং বিচিং’ ও ‘ইকড়ি মিকড়ি’। প্রথমটির দ্বিতীয় সংস্করণ ও দ্বিতীয়টি এবারই প্রথম। ছড়ার শব্দ, ছন্দ ও অন্তমিলে বরাবরই সচেতন মনসুর। এমনকি বিষয়বস্তু নির্ধারণে তার রুচিজ্ঞান মুগ্ধ করে। আলোচিত বই দুটিতেও রয়েছে এর অসংখ্য উদাহরণ। যদিও তার অনেক ছড়া আমার আগেই পড়া। তবে একসঙ্গে পাওয়াতে এবার ভালো লাগছে। ভালো লাগবে পাঠকেরও। বই প্রকাশে চরম অনীহা ছিল তার। তবে সে কালচার থেকে মনসুর হেলাল বেরিয়ে এসেছেন। এটি তার শুভাকাক্সক্ষী ও পাঠকের জন্য শুভ সংবাদ।
মনসুর প্রকৃতিকে নিয়ে ছড়া লিখতেই সিদ্ধহস্ত। তার রাজনৈতিক ছড়া খুব একটা পড়া হয়নি আমার। যখন একসঙ্গে ছড়া লিখেছি, দেখেছি প্রকৃতি তার হাতে দারুণ খেলে। বর্তমান গ্রন্থ দুটিতেও আছে সে ধরনের বেশ কয়েকটি ছড়া। যেমনÑ টাপুর টুপুর, কাল বৈশাখী, বৃষ্টি পড়ে, তোর কথা মা ইত্যাদি।
প্রতিটি ছড়ার চিত্রকল্পগুলো জীবন্ত, এক্কেবারে ছবির মতো। যেমন বৃষ্টি পড়ে ছড়াটিতে আছেÑ বৃষ্টি পড়ে টাপুর টুপুর/টুপ/ভরছে নদী হাওর-বাঁওড়/কূপ (ইকড়ি মিকড়ি)। কী চমৎকার প্রকৃতির বর্ণনা! অপূর্ব রূপকল্প! তেমনি বৈশাখ আমাদের প্রিয় মাস। তবে মনসুর লিখেছে কালবৈশাখী নিয়েÑ ঈশান কোণে মেঘের থাবা বিজলি ভয়ঙ্কর/ঝড় উঠেছে ঝড় উঠেছে কালবৈশাখীর ঝড়/ঘূর্ণি হাওয়ার দুর্বিপাকে/নাও ডুবছে জলের বাঁকে/ভাঙছে হাজার গাছগাছালি বিরান বাড়িঘর (ইকড়ি মিকড়ি)। কালবৈশাখীর বাস্তব দৃশ্যটা একেবারে এই রকমই। আশ্চর্য দক্ষতায় তিনি তুলে এনেছেন কাগুজে দৃশ্যটা।
অন্যান্য ছড়াগুলোও সুখপাঠ্য। আনন্দদায়ক সব বয়সীদের জন্যই। ছড়ার সঙ্গে চিত্রিত ইলাস্ট্রেশনগুলো অসম্ভব সতেজ এবং অভিনব। ভালো না লেগে উপায় নেই।
বিশিষ্ট ছড়াকার মনসুর হেলালের ছড়ার এই বই দুটি প্রকাশ করেছেন মাজেদুল হাসান জয়তী থেকে। ইচিং বিচিং-এর প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মানবেন্দ্র গোলদার। মূল্য ৫০ টাকা। ইকড়ি মিকড়ির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন হায়দার আহমেদ। মূল্য ১০০ টাকা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930