মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি,নির্বাচনে যাওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি,নির্বাচনে যাওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি
সদরুল আইনঃ
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (২০ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি জাতীয় পার্টি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়৷ সেখানে দলের মহাসচিব মুজিবুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি৷
পরিবেশ-পরিস্থিতি দেখছি। সময়ের বাধ্যবাধকতা আছে, তাই নির্বাচনী কার্যক্রম এগিয়ে রাখছি৷ দলের চেয়ারম্যান ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া-না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন৷’
নির্বাচনের পরিবেশ এখনো হয়নি মন্তব্য করে মুজিবুল হক আরও বলেন, ‘তবে আশা করছি পরিবেশ হবে৷ নির্বাচন কমিশন ও সরকারের কার্যক্রম মিলিয়ে একটা আস্থার জায়গা তৈরি হবে৷’
গতকাল রোববার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে জানান, ২০ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
কার্যালয়ের তৃতীয় তলায় মনোনয়ন ফরম বিক্রির বুথ করা হয়েছে। তবে ১০টায় ফরম বিক্রি শুরুর কথা থাকলেও তা শুরু হয়নি। বেলা সাড়ে ১১টার দিকে দলের শীর্ষ নেতারা কার্যালয়ে আসেন।
এরপর দলের শীর্ষ নেতারা সংক্ষিপ্ত বৈঠক করেন৷ দুপুর ১২টায় নেতারা একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান৷
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত শনিবার জাতীয় পার্টি থেকে নির্বাচন কমিশনে (ইসি) আলাদা দুটি চিঠি যায়। একটি পাঠান দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
অন্যটি পাঠান দলটির মহাসচিব মুজিবুল হক। রওশন এরশাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টি বিগত তিনটি সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
আর জাপা মহাসচিব মুজিবুল হক চিঠিতে বলেন, সংসদ সদস্য পদে তাঁদের দলের মনোনীত প্রার্থী নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
এ বিষয়ে মুজিবুল হক আজ সাংবাদিকদের বলেন, দলে কোনো বিভেদ নেই। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ইসিতে যে চিঠি দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত।
দলের প্রতীক বরাদ্দের ক্ষমতা চেয়ারম্যানের এটি আইপিওতে উল্লেখ আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31